9/27/2007

এনটিএফএসে ডাটা লেখা

উবুন্তুতে হার্ডডিস্কের এনটিএফএস (NTFS) পার্টিশন পড়ার সুবিধা আছে। কিন্তু লেখার সুবিধাটা প্রথমেই দেয়া থাকে না। আমাদের অনেকেরই এনটিএফএস ফরম্যাটে হার্ডডিস্ক রয়েছে। সেই হার্ডডিস্কে ডাটা লিখতে বা ফাইল/ফোল্ডার তৈরী করতে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ntfs-3g ইনস্টল করা।

এটা ইনস্টল করতে হবে চিরাচরিত উবুন্তু প্রথায়। অর্থাৎ এটা উবুন্তু রিপোজিটরিতেই বিদ্যমান। এজন্য আলাদা কোন কিছু ডাউনলোড করতে হবে না। প্রথমে এড/রিমুভ সফটওয়্যার চালু করুন
Applications > Add/Remove...

ntfs

তারপর সার্চ বক্সে লিখতে থাকুন ntfs। দেখবেন NTFS Configuration Tool নামে একটা প্যাকেজ দেখা যাচ্ছে। এবারে সেটা সিলেক্ট করুন। তারপর ওকে চাপুন। আপনার পাসওয়ার্ড চাইবে। তাকে পাসওয়ার্ড দিন। আপনার এনটিএফএস ফুল সাপোর্ট ইনস্টল হয়ে যাবে।

এবারে Applications > System Tools > NTFS Configuration Tool চালু করুন।

NTFS2

এবারে ইন্টারন্যাল/এক্সটার্ন্যাল দু'ধরণের ড্রাইভেই রিড/রাইট এনাবল/ডিজ্যাবল করতে পারবেন।

ntfs-config

এখন থেকে এনটিএফএস ফরম্যাটেড হার্ডড্রাইভ পড়তে লিখতে কোন রকম অসুবিধা হবে না।

5 comments:

Anonymous said...

আপনার ইমেল আইডিটা জানি না বলে এখানেই লিখতে বাধ্য হলাম । আপনি বাংলা উইকিপিডিয়ায় কিছু লেখালেখি করুন না । ঠিকানা bn.wikipedia.org. এখানে যাঁরা লেখালেখি করছেন তাঁরা সবাই প্রায় বাংলাদেশের মাত্র দু তিনজন পশ্চিমবঙ্গের । ফলে পশ্চিমবঙ্গের উপর প্রবন্ধগুলি ঠিকভাবে লেখা যাচ্ছে না । এছাড়া টেকনিক্যাল বিষয়ক ব্যাপারেও আপনার মত লোকের দরকার । বাংলা উইকিপিডিয়ায় বর্তমান প্রবন্ধের সংখ্যা মাত্র কয়েক মাসের প্রচেষ্টায় চার হাজার ছাড়িয়ে গেছে । পৃথিবীর সমস্ত ভাষার তালিকায় প্রবন্ধ সংখ্যার বিচার বাংলা ৬৪ তম স্থানে আছে । যার অচিরেই উন্নতি হওয়া দরকার । আশা করি ভেবে দেখবেন ।

নাসিম (Nasim) said...

আপনার মন্তব্যটা ঠিক বুঝতে পারলাম না। আপনি বোধহয় আমাকে পশ্চিমবঙ্গের ভেবে ভুল করছেন। আমি বাংলাদেশের ছেলে।

Shiplu said...

কমেন্টগুলো পড়ে ভালো লাগল। :)

Anonymous said...

কমেন্টগুলো পড়ে ভালো লাগল। :-S

Anonymous said...

আপনার মূল্যবান লেখাগুলো http://cae.com.bd/ তে শেয়ার করার অনুরোধ করছি এবং সেই সাথে cae এর লেখক পরিবারের নিয়মিত সদস্য হবার আমন্ত্রন জানাচ্ছি...